সারাদিন বৃষ্টি
তুমি নাই পাশে
এলেমেলো চুল দোলে
মন কি আর হাসে?
রাতদিন জানালায়
খুঁজি তোমার মুখ,
সেই গেলে অবেলায়
দিলে দিয়ে দুখ।
কত কথা জমা মনে
কিছু বলি কানে,
যে আছে বহুদূরে
সেকি আর শোনে?
বৃষ্টি রে বৃষ্টি
আয়না তুই কাছে
আপনারে দেব ঢেলে
যতটুকু আছে।