১
বাইরে বৃষ্টি, চুমুকে চা, স্ক্রীনে কবিতা
হঠাৎ কানে বেজে উঠে সুমিষ্ট কণ্ঠে
সেই চিরচেনা গানটি.. আমারও পরান যাহা চাই..
এক অমলীন সুরে নাচে মন
বলুন তো কি করি তখন?
২
সপ্তাহ জুড়ে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি
মন আনচান করে যায় নব সৃষ্টি,
তবুও উদাস মন কখনো ছুটে বৃন্দাবনে
কখনো ভাটার টানে..
৩
সুখ খুঁজি মনে মনে
জানালায় রাখি আঁখি, বসে আছি বিরহে আনমনে
কখন সে দেবে ধরা এ হৃদয় কাননে???
সুখ যেন চুপি চুপি বলে যায় কানে কানে,
দেবে না ধরা সে, থাকলে বিহনে..