কিছু সুখানুভূতি যদি উড়ন্ত বাতাসের মতো ঝাপটে ধরে কাঁপুনি তোলে, তছনছ করে ভিতর বাহির, ছুঁয়ে দেয় অনাবিল সুখ আনন্দ তবে তাই হোক।
ঋতুচক্রে বসন্ত সেতো একবারই আসে, কোকিলের কুহু তান জুড়ায় প্রাণ, ডালে ডালে বাহারী পুস্পের মিতালী মেলা । দক্ষিণা বাতাসে ছড়ায় তার রকমারি সুবাস।
তোমার আগমনী ধ্বনী এমনই ভাবে যেনো পুলকিত করেছিল আমার গোপন মন কানন যেমন বসন্ত আসবে বলে মৌমাছিদের চিত্ত থাকে নিত্য সুখে মুখরিত, তেমনি তোমার জন্য আমার বিহঙ্গ মন হয়েছিল পুলকিত।
ভালোবাসা শব্দটার গভীরতা ঠিক ঈশ্বরের মতো..
তার তলদেশ উপরিভাগ কোনো কিছুই পরিমাপ করা যায় না। কেবলই আত্মা বুঝে তার স্বাদ কত প্রখর কত সুখময়...
যে বৃষ্টি ফোঁটা উড়ন্ত ঘুড়ির গায়ে লেপ্টে পরেছিল এক গুচ্ছ আলিঙ্গনে, দলিত মথিত করেছিল তার চলার গতি? যদিও সময়ের তারতম্যে রৌদ্র তাপে শুকিয়ে যায় তার ভেজা ভাব কিন্তু নিশ্চিহ্ন হয়না কখনো তার ক্ষত...
আমি চাতকের ন্যায় ঠোঁট মেলে ধরি নিশি জাগরণে অনন্ত গগনে, থাকি অপেক্ষায়...অমৃত সুখের প্রত্য্যাশায়...