বৃষ্টিরে বৃষ্টি তুই যাসনা আমায় ছেড়ে
তোর মোহন রূপের আবেশ মেখে
অন্ত জীবন থাকনা আমায় ঘিরে।
লোভনীয় তোর আবেশ ছাড়তে চায় না মন
তোর অভাবে চাতক আমি পুড়ছি সর্বক্ষণ।
ভালোবাসা জাগাস মনে ইচ্ছে জড়িয়ে ধরি
তোর ছোঁয়া পাগল প্রাণ যায় অন্তর ভরি।
বৃষ্টিরে বৃষ্টি তুই থাকনা আমার কাছে
তিন বেলায় খেতে দেব পাতে ভাতে মাছে।
আষাঢ় শ্রাবণ দুইটি মাসে পাই তোকে ক্ষণ
বাকী আরও দশটি মাস থাকিস কোথায় তখন?
বলনা রে বৃষ্টি তুই আর যাবি না ফিরে
তাজমহল বানাব দুজন বাঁশ পাতার ঐ নীড়ে।