ওর টুপটাপ ঝরে পড়ার শব্দ
মনে আনে মুগ্ধতা, উন্মাদী ঢেউ
তোলে মনোগহীন অরণ্যে।
ওর ঝাপ্টায় শিহরিত হই, দুচোখ ভরায়,
তপ্ত মন জুড়ায় শীতল আবেশে।
আমি সুখ সাগরে ভাসি, মিশে যাই এক সাথে।
ওর আগমনে তৃষ্ণার্ত অভুক্ত মা মাটি পায় প্রাণ,
আলিঙ্গনে হয় স্নাত। নির্জীব বীজ মেতে উঠে,
নতুন স্বপ্নে হয় বিভোর, দিন গোনে প্রজন্ম প্রজননের।
আস্বাধন করে পৃথিবীর স্বাদ। দেয় ভরিয়ে সবুজ আলো।