কতটা অবহেলায়
দূরে ঠেল,অথচ এই আমি
থাকি তোমারই প্রতিক্ষায়;
তোমার নির্মল হাসি সাম্রাজ্যে হই শিশু,
হাসি খিল খিলিয়ে। আনমনে তাকিয়ে থাকি পূবের জানালায়।
উদাস মন কল্পনায় ভাসি
চোখ রাখি, চোখে চোখে।
দেখি কতনা স্বপ্ন আঁকা ঐ দুটি সমুদ্র আখে।
অশান্ত মন করে তোলপাড়
ঢেউ খেলে শান্ত জলে।
পাল তোলা নাও ভাসে যৌবন গাঙ্গে,
পথ গুনি সময়ের থাকি অপেক্ষায় নির্জন দ্বীপে।
হয়তো তুমি আস আমার অগোচরে;
আমি নির্বাক মনে বসন্তের অপেক্ষায়।