বড় বেশী ভালবাসি তোরে
বলি বার বার,
তোর আঘাতে ছটফট করি
হই ছারখার।
কেন এমন কুঠারাঘাত
হৃদয় করে তোলপার
বিদ্ধ হই ক্রুশকাষ্টে
পথ নেই হারাবার।
যুদ্ধ যুদ্ধ শেষে
কেবলই হেরে যাওয়া,
আবদ্ধ প্রকোষ্টে
নিজেকে খুঁজে পাওয়া।
নিদ্রাহীন রাত্রি
তড়িঘড়ি যাপন,
পরন্ত বেলায় গহীণ অরণ্যে
কেউ নেই আপন।