যদি এক সাগর পানিতে এক ফোটা রক্ত
ঢাল রক্তের নিজস্বতা বলে কিছু থাকে না।

যদি ঘোর অমাবস্যার অন্ধকারে এক টুকরো
আলো জ্বলে যায় নিভে কে পায় তার দেখা?
    
যদি চৈত্র দহে দহিত শুকনো চৌচির মৃত্তিকায়
এক ফোটা জল পরে মেলে কি তার দেখা?

তাহলে ভাব!
চাতক মনে তোমার এক ছটা ধুমকেতুর ন্যায়  আবির্ভাব তারপর মিলে গেলে বিশ্ব ভ্রমাণ্ডে...

তাহলে কি নাম দিই তোমার?
শুধুই ভুল, নাকি বর্ণহীন কাগজের ফুল?