খাঁচায় বন্দি পাখি আমি
চাই যে একটু মুক্তি,
অন্ধ দশায় থেকে থেকে
হারাই মনের শক্তি।
যতই ভাবি উড়ে যাবো
বসব নতুন ডালে,
স্বপ্নপূরণ হয় না আমার
এটাই লেখা ভালে।
হয়তো একদিন ভাবতে ভাবতে
ডানা যাবে খসে,
উড়ার সময় ফুরিয়ে যাবে
রইবে না কেউ পাশে।
একূল ওকূল সবই যাবে
সময় স্রোতে ভেসে,
আমিই শুধু থাকব পড়ে
রইবে না কেউ শেষে।
নিয়তি কি অমনই হয়
এই জীবনের দশায়!
কেউ পারে না সরে যেতে
কাটে সবই নেশায়।
আজও আমার সাধ জাগে যে
মেলতে রঙিন ডানা,
উড়তে উড়তে হারিয়ে যাব
করবে না কেউ মানা।
নইতো আমি রূপ অনন্যা
নইতো কোন পরী,
এই জীবনে স্বপ্নগুলো
দু'হাতে বধ করি।
তবুও আমার মন চাহে না
থাকতে খাঁচায় বন্দি,
নতুন আশায় বুক বেঁধেছি
করব নতুন সন্ধি।
স্বপ্ন মনের ডানাগুলোর
খুলে দেবো বাঁধন,
যাক না যেথায় উড়ে উড়ে
করব না আর শাসন।
কষ্ট মনটা উড়বে তখন
দেখবে জগৎটাকে,
শান্ত হবে খুলে দিয়ে
বন্ধ কপাটটাকে।