বৈশাখী হাওয়ায় মন রাঙ্গিয়ে
মেতেছে নারী;
রক্ত বর্ণ শোভিত করে
পরেছে শাড়ি।
খোঁপায় বেধেছে ফুল
বাহারী ঢঙ্গে সাজিয়েছে
ওরা কৃষ্ণ কালো চুল।
ফুলের ঘ্রাণে মৌমাছিরা ছুটছে সব বনে,
মধু আহরনে ব্যস্ত গভীর আলিঙ্গনে।
বৈশাখ মানে পান্তা ইলিশ
রমনা বটমূলে;
বৈশাখ মানে সুরের ঝংকার
সব ভেদাবেধ ভুলে।
বৈশাখ মানে কাঁচের চূড়ি;
রং বেরঙ্গের সাঁজ,
বৈশাখ মানে আনন্দ মেলা
সাড়া বেলা কেবলই খেলা
নেই কোন কাজ।
বৈশাখ মানে রবি ঠাকুরের
"এসো হে বৈশাখ"
বৈশাখ মানে মন মাতানো হইচই রবে
ঢোলের পিঠে বাজে ঢাক।
বৈশাখ মানে দিগন্ত জুড়ে
আমোদ প্রমোদের হাঁক;
বৈশাখ মানে কৃষেকর ঘরে
নতুন ধানে পিঠা আর পায়েস পাক।
বৈশাখ মানে আনন্দ চিত্তে
বাংলা বর্ষ বরণ
কালের আবের্ত রবে বহমান,
বাঙ্গালী জাতি করবে স্মরন।