সেদিনের সে হারিয়ে যাওয়া বৈশাখী আর ফেরেনি ঘরে,
কোথায় গেল কেউ জানে না তাহলে গেল কি লাশ ঘরে?
সমাজ নিয়ে এত ব্যথা যার সেই পেল না যথার্থ সম্মান,
তার লাশটি গুম হয়েছিল কোথাও মেলে না তার প্রমাণ।
আদর করে বাপে বলে মা রে দেশ নিয়ে একটু ভাব,
মা বলে খাতা কলমে মাথা ডুবালি এটাই তো স্বভাব।
আজও মেয়েটির সন্ধান মেলে না কেউ জানে না তার খোঁজ,
পিতা মাথা বন্ধু স্বজন সবার হৃদয় একই কষ্ট হয়েছে অবুঝ ।
দোষ ছিল তার রূপে অনন্যা আরও ছিল গুণে মেধাবী,
বখাটেরা তাকে করত জ্বালাতন ছিল যারা সমাজে প্রভাবী।
কলেজে তার বেশ সুনাম সবাই তাকে খুব ভালোবাসে,
বখাটে প্রেমিক অবুঝ মনা এসিড হাতে আসে সর্বনাশে।
সমাজে এসব চলছে অবাধে নেই কোন প্রতিকার রোধে,
অবক্ষয়ে যাচ্ছে ভেসে নেই সুবিচার আছে সবাই অন্ধবোধে।
বাবা মায়ের স্বপ্ন মেয়ে একদিন হবেই এ দেশের বড় মাথা,
অন্ধকারাচ্ছন্ন করবে দূর জ্বালাবে আলো গড়বে নতুন প্রথা।
সবার চোখ ফাঁকি দিয়ে কোথায় হারাল আদরের মেয়ে,
ব্যথার ভারে নূব্জ্য হয়েও পিতা থাকে সদা পথপানে চেয়ে।
ভাবনা পিতার শেষ হয়না আসবে মেয়ে হয়ে বীর,
সকল অন্যায় করবে দূর আলোকিত হবে সমাজ নীড়।