বৈশাখ এলে প্রাণে বাজে
নব প্রেমের দােলা,
আনন্দ উৎসবে মাতিয়ে সবাইকে
হই আত্নভোলা।
বৈশাখ এলে কণ্ঠ জুড়ে
বর্ষ বরণ গান,
জাতি বর্ণ নির্বিশেষে
হই একতান।
বৈশাখ এলে পান্তা ইলিশ
বাংলার ঘরে ঘরে,
বাউলের সুরে ভাটিয়ালী গানে
সবাই তাকে স্মরে।
বৈশাখ এলে কাঁচের চূড়ি
বাহারি ঢঙ্গে সাঁজ,
শুভ্র শাড়িতে রক্ত রাঙ্গা
গাঁয়ের বধূর ঘোমটা মুখে লাজ।
বৈশাখ এলে গ্রাম গঞ্জে
হাঁট বাজার আর মেলা,
ঐতিহ্য ধারায় চলেছে সেথায়
সাপে নেউল আর পুতুল খেলা।