বড্ড বেশি ভালোবাসি
জে. আর.এ্যাগ্নেস
যেদিন মায়ের গর্ভে ভ্রুণ হয়ে ডিম্বাণু ছুঁয়েছিলাম সেদিনই বাংলার বায়ুতে পেয়েছিলাম বেঁচে থাকার অক্সিজেন, সেদিনই পিতা মাতার রক্ত ছুঁয়ে বলেছিলাম বড্ড বেশি ভালোবাসি বাংলা তোকে।
সেদিন মাতৃ জঠরে পেয়েছিলাম এক আকাশ বিশ্বাস ভরসা আর দুরন্ত সাহস তাই ভয়কে জয় করে পৃথিবীর আলো দেখেছিলাম বাংলার ছত্রছায়ায়।
মায়ের স্তন্যপানে প্রত্যহ অর্জন করেছি হাজার বছর বেঁচে থাকার নিদারুণ স্বপ্ন।
হে আমার মাতৃভূমি,
হে আমার বাংলা মায়ের প্রাণ তোর বুকে কষ্টের কষাঘাত পাঁজর চিরে হয় দ্বিখণ্ডিত।
আমি নির্ঘুম চোখে দেখি দুঃস্বপ্ন, আমি কাতর কণ্ঠে আর্তনাদ করি, চিৎকার করে খুঁজে ফিরি স্বাধীনতা।
হে নিষ্ঠুর নিয়তি আর কত দেখাবি তোর পাশবিকতা? আর কতবার করবি মায়ের সাথে বিশ্বাস ঘাতকতা?
ছবি এখন যেখানে আছি ফিলিপাইন.@..