আজ মনটা বড়ই বিষণ্ণ
ভাবনারা কোথায় যেন গেল
ফেলে আমায় একেলা..
কতবার বলেছি তোর
আগমনেই আমি হই ধন্য
তুই তো আমার ভাবনায় যোগাস অন্ন
তাই খুঁজে ফিরি তোকে করে তন্ন তন্ন।
আজ কেন জানি কবিতায় মন নেই, তাই মনটাকে অন্যকোন সৃষ্টির কাজে করে দিলাম উজাড়। শুভকামনা রইল অশেষ।