কন কনে ঠান্ডা কুয়াশার চাদরে
মোড়িয়ে আছে প্রকৃতি;
ক্লান্তিবিহিন অপেক্ষার পর পূর্বাকাশ লেপন করে
জেগে উঠেছে সোনালী সূর্য।
ঠান্ডা শিশিরের ঝাপটানি যেন
তীক্ষ্ণ বরফের ধারালো ফলা,
তীব্র বেগে এসে লাগে সমস্ত মুখাবয়বে।
ভোরের শুভ্র তুষারের মত
সাদা ধবধবে পোশাকে
এগিয়ে আসে শান্ত এক গুচ্ছ
লাল গোলাপ মিশ্রিত সাদা রজনী গন্ধা ফুলে
হাত বাড়িয়ে দেয় আমার দিকে।
অবাক বিষ্ময়ে তাকিয়ে রইলাম
চোখে চোখে,
প্রবল কৌতূহলী দৃষ্টি নিক্ষেপেই..
তর তরিয়ে বলে যায়
নেবে না গোলাপ,
আজ নাইন জানুয়ারী
একটা বিশেষ দিন,
জানি ভুলে যাবে
তাইতো মনে করিয়ে দিলাম।
অজানা উত্তেজনা আর উৎকণ্ঠায়
বাড়িয়ে দিলাম হাত
তখনো কৌতুহূলী মন প্রশ্ন চোখে চোখ
কানের কাছে ফিসফিসিয়ে বলে শান্তু
শুভ জন্মদিন..
তারপর হাততালি পিছন থেকে
সব বন্ধুরা একই সুরে গেয়ে উঠে
হ্যাপি বার্থ ডে টু ইউ...
আমি ফুল হাতে তখনও হতভম্ব
এক সরলা স্নিগ্ধ হাসি ছুড়ে দিলাম ওদের দিকে
তারপর কেক কাটা কাটি
এক অসাধারণ স্মৃতি মোড়ানো সেই দিন
যায় কি ভুলা কোনদিন?
রাত বারোটা ১ মিনিটে একটা ফোন মনে করিয়ে দিল সেই স্মৃতি..