কিছু অনুভূতি খসে পরে
যেমন করে গাছের পাতা ঝরে।
কিছু অনুভূতি পচে গলে
একাকার হয়,ঐ নোংরা কর্দমাক্ত জলে।
ভেবেছিলাম একটা স্নিগ্ধ নির্ভেজাল মন
আকাশের মতো সুনীল সীমাহীন।
ভাবনায় রং বদলায় উড়ন্ত মেঘেদের সাথে
কালো কুচ কুচে অন্ধকার ঢাকে আকাশটায়
অমাবশ্যা রাতের রক্তক্ষরণ মস্তিষ্কে
পাথরের করুণ কান্না আছড়ে পরে
ঝর্ণা জলের স্রোতে..
যাকে আপন ভেবে উগলে দিলাম
মনের উলঙ্গ শব্দ তরঙ্গ।
সেইতো বিশ্বাস ঘাতক ।
অব্যক্ত কথার অগ্নি ষ্ফুলিঙ্গ নির্গত হয় ফুসফুসে
তিক্ত দানব জন্ম হয় বিদ্ধেষে।