তিক্ত বিশাদের তীব্র দহনে ছারখারিত
কালনাগিনী মন থেকে থেকে ফোঁস ফোঁস আওয়াজ
মনোগহীনে প্রতিশোধের উত্তাল নেশা,
দুমরে মোচড়ে একাকার;
কখন পূর্নিমা ঘুচাবে.. নামবে আধাঁর?
প্রশ্ন কেবলই প্রশ্ন ঘুর্নিপাক তান্ডব লীলার।
আজব ধরনী তলে আজব মানবের সহবাস!
অব্যক্ত ব্যথা কুন্ডলী পাকিয়ে
হৃদিপন্ড হয় খন্ড বিখন্ড,
বিদ্যুৎ এর ন্যায় রক্ত প্রবাহ তরাঙ্গায়িত'
গভীর নিদ্রায় নিদ্রিত নিস্তব্ধ রজনী,
আবারও কাল নাগিনীর ফোঁস ফোঁস ছোবলের আওয়াজ।
ভয়ঙ্কর আর্তনাদ..
তারপর?
নাগ নাগিনীর নিথর লাশ।