দুর্যোগ নেমে আসছে
ঐ দেখ বিপদের ঘনঘটা,
উত্তাল নদী স্রোতের গ্রাসে
একূল ওকূল সব যেন আজ
যাচ্ছে তলিয়ে নিয়তির
অতল আঁধারে।
কে আছ একবার ফিরে চেয়ে দেখ
সময়ের স্রোত কত তড়িঘড়ি করি
যায় চলে যায়,
নাই যে তার আর পিছে ফিরবার।