আজও একবার বুকের ব্যথাটা
      চিন চিন করে উঠল,

  অদৃশ্য ব্যথা কেবলই ভোগায়,
  দগ্ধ হয় মন ক্ষয়িত জীবন।

  শুনেছি দেহের বহিরাস্থানে
  বার বার আঘাত মানে পচন
           তারপর!!!
      মরণ ব্যধি ক্যানসার।

        কে জানে ঐ সুপ্ত মন অরণ্যে
        কতটা ব্যথা জমে আছে?

গোপন ব্যথারা বড়ই উদাসীন
    মৃত্যু পথ করে বিচরণ।

বুকের মাঝে একটাই মন সেই
মনে হাজারও ক্ষত পুঞ্জিভূত..

পরাজিত আমি জীবন যুদ্ধে
থেকে থেকে মন ভাবনায়।

অপরাজিত আমি হারবার নই
সঞ্চিত শক্তিটুকু মুষ্টি বেঁধে ধরি
      করি আপ্রাণ চেষ্টা
বিজয়ের অমূল্য মুকুট পরবার।