হে বিজয় তুমি এসো,
তুমি আবার এসো বিজয়ীর বেশে।
তুমি এসো অভাবীর দুঃখ নাশে
পাপ পঙ্কিলতা সর্বগ্রাসে।
বিজয় তুমি এসো
সত্য ও সৌন্দর্যের মাঝে
দাও উদার বাড়ায় হাত
সর্বশ্রেষ্ঠ কাজে।
বিজয় তুমি এসো সহাস্যে
বীরাঙ্গনা নারী মা বোনের কষ্টের
তিতিক্ষা অবসান করতে।
অবহেলিত মানবীর
মুখে হাসি ফোটাতে।
এসো এসো এসো হে বিজয়
বুদ্ধিজীবী হত্যা আর অজস্র
রক্তের প্রতিশোধ নিতে।
এসো প্রতিটি শহীদের রক্তের
প্রতিদান দিতে।
তুমি এসো নাপাক বর্বর অসভ্য
বিশ্বাসঘাতকদের শিকড় এদেশের
মাটি থেকে উপড়ে নিতে।
বিজয় তুমি এসো দুনির্বার গতিতে
সাহসী সৈনিকের রক্তের ধমনীতে।
এসো ক্ষিপ্রবেগে ঘোড়ার খুরের
তালে তালে পা মিলিয়ে।
হে বিজয় তুমি এসো
আবার এসো বিজয়ীর বেশে
এ সোনার দেশটাকে সোনালী
আভায় ভরিয়ে দিতে।