আমার সমস্ত মন জুড়ে
তোমার নিস্পাপ দৃষ্টি,
কুরে খায় আমার সবটুকু অবয়ব..
ক্লান্ত দুপুর, মিষ্টি সকাল পরন্ত বিকেল।
কোথায় ছিলে হে ভোরের সূর্য?
অতি প্রত্যূষে দাও দেখা নীল গগনে..?
তোমার সুগভীর চুম্বনে মুছে দাও
অমানিশার কালো আঁধার।
শান্ত দীঘির জলে নির্মল
প্রচ্ছদ উদ্ভাসিত হয়,
প্রকম্পিত হয় প্রভাত শিশিরের
আলতো ছোঁয়ায়।
হে ভোরের সূর্য বার বার দাও
তব দেখা কর আলিঙ্গন,
তোমার বাহুতে।