# প্রত্যহ ক্ষত
যায় কি শুকান?
এতো দগ্ধিত লাভা
দাউ দাউ করে জ্বলে..
# প্রত্যহ আঘাত
যায় কি মুছা?
এতো পাহাড়ের মতো ফুলে
ফেঁপে উঠে পুঞ্জীভূত হতে হতে..
# এক টুকরো কাঠ
কত বার জ্বলে ঐ অনির্বাণ অনলে?
এতো জ্বলতে জ্বলতে ছাই তারপর..
# প্রত্যহ যে তীরে উত্তাল ঢেউ
এসে বার বার আছড়ে পড়ে,
পারে কি থাকতে দাড়িয়ে
স্থির দন্ডায়মান রূপে?
# নরম মাটি কতবার যাবে খুঁড়ে
লয়ে ধারালো ফলা নয় বর্ম?