ভালোবাসি বলেই
কবিতার জন্মম সময় ১১.১৫
তারিখ ৮/১০/২০২৪


কতটা হৃদয়ার্তি বলে দেয় তোমাকে ভালোবাসি, কতটা অশ্রুসিক্ত নয়ন জলে করে টলমল, কতটা বেদনা ক্ষত বলে দেয় বড্ড বেশি ভালোবাসি তোমাকে।

যে অনন্ত টানে শত বন্ধন করেছো ছিন্ন রিক্ত করেছো ভুবন সেই অনন্ত টান হোক অমর অক্ষয়।

পরম দেশে থেকো নির্ঘুম। স্বর্গালোয় হও উদ্ভাসিত। তোমার ক্ষুদ্র কর্মালোয় যে সুখ বিচ্ছুরিত করে মানব মন ছুঁয়ে ছুঁয়ে গেলে সেই আলোকিত প্রেমে থেকো স্বর্গধামে। শুভ্র ফুলের ন্যায় হও সুশোভিতো..

জানা ছিলো না আর কতটা প্রেম উগলে দিলে ধরনী তোমায় বেঁধে রাখতো? আর কত আবেগের রং বিভাসিত হলে তোমার ক্ষীণ আয়ুরেখা হতো দীর্ঘায়িত?

তুমি সত্যি অমায়িক একটা ভালোবাসার নাম, একটা গোপন প্রেমের অমর আকর্ষণে আঁটকে রেখেছো প্রতিটি হৃদয়। তোমাকে যায় না ভুলা।

বড্ড বেশি ভালোবাসা আজ করছি অনুভব। তুমি থেকো সবার হৃদয়ে এভাবেই প্রস্ফুটিত হয়ে ...