তোমার চোখে চোখ পড়তেই
         60 D ক্যামেরায় ছবি তোলার
         মতো তোমার একটি চোখ তড়িৎ
         গতিতে বন্ধ হয়ে গেল।

তারপর!
        সুবিন্যস্ত দাঁতে স্মিত হাসি,
        আজও আমার চোখে বিষ্ময়
        CID মন খুঁজে রহস্য..

তখন ছিল ১৪ বছর বয়স
বুঝিনি তোমার আহবান..
আজও ঠুকরে যায় মন কাঠঠোকরা

সেই হাসি;
     আজও বদ্ধ জলে তরঙ্গ তোলে
     হই উন্মাদ কল্প মনে,
     শিহরিত হই ভাবনায়।

       জানি না কোথায় আছ
       শুধু বলব ভাল থেকো।