ভালবাসা!
         রং আর রূপের মাধুর্যে মোহিত;
             শত আবরনে আবৃত
             রসালো কিন্তু অতৃপ্ত ৷

      ভালবাসা কেবলই পরিপূর্ণ কোন পাত্র
        যেখানে নেই কোন শূন্যতার সূত্র ৷

          ভালবাসার স্বাদ আস্বাদনে
               তখনই হই তৃপ্ত,
               যখন বিরহ ব্যাথা
              অনুধাবনে হই তপ্ত ৷

                ভালবাসা কেবলই  
             সৌরভ আর সুগন্ধী যুক্ত,
              তখনই.. যখন সন্দেহ,
             অবিশ্বাস আর ঘৃণা মুক্ত ৷

                 ভালবাসা মানেই
             স্নিগ্ধ বাতাসে দোদল্যমান
                  নীল অপরাজীতা,
            যেখানে থাকবে মধুর মিলন,
                থাকবে সহমর্মিতা।

                ভালবাসা মানেই
            রংবেরঙ্গের ফুলের রেনুতে
                 উড়ন্ত প্রজাপতি,
               সুখে দুখে রইবে পাশে
           কেউ কখনই হবে না দূরবর্তী ৷

                ভালবাসা মানেই
           শরতের আকাশে ভেসে বেড়ানো
                  শুভ্র মেঘের ভেলা,
             রাগ অনুরাগ অটুট থাকুক;
             কখনই না হউক অবহেলা ৷

                    ভালবাসা হউক
          কাক ডাকা ভোরে কোয়াশা ভেজা
               সবুজ ঘাসে রুপালী শিশির,
             প্রেমের বাঁধনে একান্ত আপনে
                সুখ সান্নিধ্য হউক নিবির ৷

              ভালবাসা কখনই না হউক;
                 পূর্বাকাশে উদিত সুর্য
                   সময়ের প্রয়োজনে,
           স্বার্থ সাধনে পশ্চিমাকাশে অস্ত।

                   ভালবাসা হউক
                    কেবলই উদার,
                       নিঃস্বার্থ!