ভাল বন্ধু কজন হয়
কজন পায় তাকে,
খারাপ বন্ধু সব সময়তো
আশে পাশে থাকে।
ভাল বন্ধু ভাল চায়
বন্ধু থাক সুখে,
কখনো নয় প্রবঞ্চনা
সাথী হয় দুঃখে।
ভাল বন্ধু বিপদেও
সব সময় থাকে,
হৃদয় তার শুভমনা
থাকে প্রশংসাতে।
ভালোবাসি বন্ধু তোমায়
থেকাে মোর সাথে,
মরুময় সাগর কিংবা
ঝড় ঝাপ্টা সংঘাতে।