আজ হয়তো মন ভাল নেই,
নয়তো ভাবাবেগে অজানায়..
বেসুরে গান তুলি বসে পাশে জানালার
দক্ষিণা বাতাসে সুর যেন
উত্তরের পথে ধাবমান..
শিমুলের ডালে বসে কোকিল যেন হাততালি
দিয়ে বলছে আমায় গাও না..গাও..
খুব ভাল হয়েছে।
আর পাশের ছাদে কাক যেন
উপহাস করে বলছে আমায়
এমন হেড়ে গলায় গান
এক্কেবারে যাচ্ছেতা..
আজ আমার বুঝতে বাকি নেই
যারা ভাল মনের..
তাদের চোখে মনে
সবটাই ভাল মনে হয়।
যাদের মনে আছে আরো একটি কুৎসিত মন
তারা যা করে বা বলে কোনাটাই সুন্দর করে
তুলতে পারে না বা হয় না।
কাক কালো কোকিলও কালো
তবুও তারা কেন এক না হলো ?
বাইরের রং আসল না
ভেতরের মনটাই আসল।