কিছু অবহেলা মানতে চায় না মন
বিবর্ণ করে কল্পনা, বিকলাঙ্গ করে স্বপ্ন।
অস্থির চিত্ত ছুটে চলে দূর দূরান্ত।
কখনো নিঃসঙ্গ, গুমরে কাঁদে হয়ে হত।
বদ্ধ কাঁচের ঘরে ভাবনাগুলো
ফণা তুলে, বুদ বুদে ঘর্মাক্ত করে দেয়াল।
নবীন প্রকৃতির সচ্চ সৌরভে অবগাহন চায় হতে।
মিশে যেতে চায় তার চির হরিত্ রূপ লাবণ্যে।