আকাশ জুড়ে মেঘ জমেছে
আসছে বেঁধে দল,
পানির বুকে বৃষ্টি নাচে
মন করে চঞ্চল।
বাদল মাখা সারাটা দিন
উথাল পাথাল মন,
কাদা কাদা ভেজা মাটি
সবুজ ঘন শন।
রিম ঝিম বৃষ্টি যেন
বাজায় মনে বীন,
পেখম তুলে ময়ূর নাচে
তাধিনা ধিন ধিন।
পাতি হাঁস সুর তুলেছে
নাইবে বর্ষা জলে,
পাখ পাখালি মনের সুখে
গাইছে বসে ডালে।
কালো মেঘ কাজল মেখে
সাজাল নীল আকাশ,
ভরা গাঙ্গে পাল উড়িয়ে
মাতছে হিম বাতাস।