ঘুুমের ঘোরে আতকে উঠি দেখি ভয়ঙ্কর দুঃস্বপ্ন,
চারিদিকে অগ্নিশিখা স্ফুলিঙ্গ হয়ে উড়ছে অনবরত ৷
আমি তীব্র ভয়ে আতকে উঠি;
যখন দেখি হৃদয়বিদারক দুর্বিসহ কােন দৃশ্য।
আমি তপ্ত দেহে ফুসলিয়ে উঠি,
এই বুঝি পেট্রোল কিংবা ককটেল হলো বিস্ফোরিত ৷
বারুদের উত্কট গন্ধে নিঃশ্বাস হয়ে আসে তিক্ত'
আমি মৃত্যু দোয়ারে ঘুরছি অবিরত ৷
শত শত রমনীর চোখ করে জলে টলমল
অজানা ভবিষ্যত্ ভেবে উত্কন্ঠায় ৷
আমি আতকে উঠি,
বিভত্স প্রতিচ্ছবি যখন করি অবলৌকন ৷
আমি যখনই শুনি তিব্র আর্তনাদে ছুটছে মানুষ হয়ে উন্মাদ
আমার পাঁজরের হাড় হয় প্রকম্পিত;
কারো নাক মুখ কিংবা চোখ থেঁতলে ঝরছে রক্ত ৷
আমি আতকে উঠে করি ক্রন্দন
যখন দেখি অবোধ শিশুর বুক
জ্বলসে গিয়ে হয়েছে অগ্নি দগ্ধ,
যন্ত্রনায় করে ছটফট; থেকে থেকে চিত্কার৷
আমি চূর্ণ বিচূর্ণ হৃদে করি অনুভব,
যখনই শুনি ওদের ছুড়ে দেয়া বোমার আঘাতে কেড়ে নিয়েছে
অভাবী পিতার একমাত্র সম্বল৷
আমি স্তম্ভিত হয়ে ঘরে ফিরি;
যখন দেখি আমার পাশে বসে থাকা নিরিহ মানুষটি
এই মাত্র চলে গেল
না ফেরার দেশে৷
আমি অবাক বিষ্ময়ী চোখে তাকিয়ে দেখি
কোটি কোটি স্বপ্ন উড়ছে ঘূর্নি বাতাসে।
অনেক না বলা কথা
অনেক অজানা ব্যাথা
কেবলই দুলে দুলে পুঞ্জিভূত হয়ে উঠে
শোকাতুর হৃদয়ের মানস কপাটে ৷
২৭.০১.২০১৫