লালা পড়া কুকুরগুলো আগের মতো
চোখে পড়ে না অলিতে গলিতে,
তবে চোখ বিদ্ধ করে শ্রেষ্ঠ জীবের অবয়বে
কিছু নির্লজ্জ কুৎসিত লালায়িত কুকুর।
যেগুলো লিঙ্গ বিপরীতেই অতিশয় দুর্বল,
লালা ক্ষরণ শুরু হয়ে যায়; যেমন কুকুরের খাবারে।
এরা শক্ত পোক্ত হুলে মোড়ে মোড়ে
আধো আলোয় করে বিচরণ,
নয়তো চলন্ত গাড়িতে ভীড় ঠেলার অজুহাতে
হুমড়ি খেয়ে পরে, নয় বিবেচ্য মা কিংবা বোন।
যদি বাংলার ট্রাম্প হতাম--
অস্ত্র তুলে দিতাম নারীর হাতে হাতে,যেমন তিনি
বলেছেন শিক্ষককে অস্ত্র নিতে শ্রেণীকক্ষে!!!
তবেই অবলা বঙ্গ নারী হতো অদম্য সাহসী,
নির্ভয় নির্ভীক। ঝাঁঝরা করে দিত ওদের
কামনার শক্ত পোক্ত গুপ্ত অস্ত্র!!!
"অতঃপর বন্ধ লালা ক্ষরণ"
প্রিয় সম্মানিত কবি/পাঠকগণ কাব্য ভাষায় কোন ত্রুটি বা দৃষ্টিকটু মনে হলে ক্ষমা সুন্দর হৃদয়ে দেখবেন। ধন্যবাদ।