যারা স্বপ্ন পুড়ে হত্যা করে
অন্ধকারে কেটস আইয়ে চায়
তাদের সাথে আমি নেই রে...

যারা উঁচুই তুলে মইটি ফেলে
অবাক চোখে যায় যে চলে..
তাদের সাথে আমি নেই রে...

যারা সাদা পোশাক জড়ায়ে গায়ে
কুমতলবে হাতটি বাড়ায়।
তাদের সাথে?? আমি নেই রে।  

অসম্পূর্ণ....