১
সূর্যটা আজ মান করেছে
আলো দেবে না বলে,
আকাশ নাকি সেই দুখেতে
কাঁদছে চোখের জলে।
২
আষাঢ় মাস বৃষ্টি বিহীন
প্রখর তাপে রোদ,
এমন আভায় সুখ ভাসে না
জাগায় মনে ক্রোধ।
৩
শ্রাবণ যদি বৃষ্টি না দেয়
কেমনে রব সুখে,
সুখের আশায় কাটছে সময়
তীব্র দহন দুখে।