চলছে দেশে দাঙ্গা হাঙ্গামা
চলছে রাহাজানি,
ধ্বংস লীলায় মাতসে দেশ
শেষ হবে সোনার খনি।

ওহে জ্ঞানী ওহে বিজ্ঞ আয় ত্বরা ভাই ছুটে,
রাক্ষসে এক পঙ্গপাল
খাচ্ছে দেশ লুটে।

একাত্তরে যুদ্ধ করে পেয়েছিলাম
যে সোনার কণা,
গর্তে গর্তে লুকানো সাপ
ধরছে এখন ফণা।

বিবেক যাদের সর্ব শূণ্য
গড়তে তারা জানে না,
বিজ্ঞ লোকের উপদেশ
কখনো তারা মানে না।

ধ্বংস মানে মাটির স্তুপ
আয় মানে উন্নতি,
ওহে আমার কাঁচা সোনা
আনছো কেনো ডেকে দূর্গতি?

মাথায় ঘাম পায়ে ফেলে
পিতা করেন আয়,
সেই আয়ে উন্নত দেশ
ঠেলছো কেনো পায়?

এখনো সময় আছেরে ভাই
আর নয় কোনো ধ্বংস,
বিবেক বুদ্ধির করো সম্মান
বাঁচুক সকল প্রাণ বংশ।