আতুর ঘরে
একটি আর্ত চিৎকার
তারপর নিস্তব্ধ !  
  
দশ মাস দশ দিনের হলো কবর  
কেউ খোঁজ রাখেনি...

এখনো নোনা জল চুইয়ে পড়ে
গর্ভধারিনীর নেত্র কোণে।  

ফুপিয়ে কান্নার ফোঁস ফোঁস আওয়াজ
আজও শুনি বিষাক্ত সাপের ফনায়।