কত স্বল্প মানুষের জীবনের আয়ু।
চোখের সামনে খসে পরে একটা
দিন একটা মাস তারপর একটা বছর ।
একটু একটু করে বদলে যায়
জীবনের রং। ধূসর হতে হতে
ফ্যাকাশে হয়ে যায় বর্ণিল রূপ।
ঘন কালো অরণ্য ঘেরা কেশ
বাতাসের সাথে ঝরে পড়ে
মাটির তলায়।
বলহীন অস্থি মজ্জায় পার্থিব
পৃথিবীর সুখ ভোগের অনীহা।
যৌবনের মায়াবী রূপ
করেনা আকর্ষণ।
ঝলমলে স্বর্ণালী সূর্যের রং
ঝাপসা হয়ে আসে চোখের তারায়।
কল্প মনের ভাঁজে বাঁধানো হাজার
স্মৃতি পচন ধরে নির্মম বার্ধক্যে।
হে উর্রব পৃথিবী তুমিই স্থির,
মানব জীবন কেবলই গাছের
ঝরে পড়া পাতার মতো ..