অরুন মামা তরুন সেজে
আলো দেয় সকালে,
রোগে শোকে ভোগে ভোগে
লোক মরে অকালে।


ভোরে এসে ডালে বসে
দেয় শীস দোয়েলে
স্বাদ নাকি ডিম তার
পাখি হল কোয়েলের।


কুহু কুহু রব তুলে
ডাকে পাখি কোকিলে,
ন্যায় নীতি সাথী করে
জেরা করে ওকিলে।  


গলা ছেড়ে কাক ডাকে
পূবের ঐ দেয়ালে,
মুরগীটা ধরে খায়
স্বাদ করে শেয়ালে।


শন শন বায়ু বয়
পাতা ঝরে পাতালে,
গুন গুন গান ধরে
মদ খেয়ে মাতালে।