আমারও আঁখি জোগল
যদি তোমার অন্তর
বিদীর্ণ করে উপচে
পড়ে ভাবনার ঢল,
প্রসূতি তাড়নায় ভিড় করে
শব্দের জাহাজ,
তুমি শেষ রাতের আঁধারে
খুঁজে পাও জোসনা ভরা আলো,
ফাল্গুনী হাওয়া তরঙ্গ
তুলে মন মন্দিরে,
সুবর্ণ প্রভাতের
প্রথমালোয় করো স্নান,
নিশি রাত করো ভোর
লক্ষ্মী পেঁচার মতো
স্থির দৃষ্টি মেলে,
অবশেষে উগলে দাও অজস্র
কাব্য কণা ধূসর পৃথিবীর মরুভূমে..
ভেবে নিও পথিক আমিও হাঁটি একই পথে।