একটা তিক্ত যন্ত্রণা
কুরে কুরে খাচ্ছে দেহাবয়ব,
সময়ের অগোচরে তুষের ভেতর জ্বলে জ্বলে
বাড়ছে কেবলই অগ্নিস্তূপ। সময় এমনও হয়..
সুখগুলো কোথায় যে যায় উড়ে মুহূর্তে পরে থাকে
কেবলই কিছু ভষ্ম। চারিদিক হতাশারা করে গ্রাস।
সেই বিষাদময়তার নেই ভাষা বর্ণনার,
তবুও সাধ যাগে বিহঙ্গ মন উড়বার
সাথি করি কল্পনা ভাসমান মেঘ
নয়তো অন্ধ রাতের পূর্ণিমা।
কল্প মন যতই উড়ুক স্নিগ্ধ আবেশে
থেকে থেকে যন্ত্রণা হুমকি দিয়ে কি যেন বলে যায়...