পাপি আমি মহাজনমের
আঁধারের আবরণে আবৃত,
            দগ্ধিত আমি লেলিহান শিখায়
            হই চূর্ণ বিচূর্ণ।

ওগো প্রভু আমি কেবলই স্তম্ভিত
            ভগ্ন চূর্ণ হৃদে,
            কাতর কণ্ঠে ডাকি তোমায়
  দেখিয়ে দাও আমার যত ভুল
  আমি শুধরে নেব নিজেকে।

          যদি বল বিচ্ছিন্ন কর টুটি
          দিতে ভুলের মাসুল;
          আমি নির্ভিগ্নে যাব এগিয়ে,
যদি বল বাহু খানি দাও বাড়িয়ে
আমি সর্বাগ্রে হব অগ্রসর।

      যদি চাও পদবল আমি নিরানন্দ হব না,
      নিঃসন্দেহে হাস্যোজ্জ্বল মুখে করব পদার্পণ।
                যদি চাও পাঁজরের হাড়
                আমি গুণে গুণে দেব
                যতগুলি দেহে আছে মোর।

তুমি দেখিয়ে দাও আমার যত ভুল
আমি শুধরে নেব নিজেকে।

          যদি চাও দেহের শেষ রক্ত বিন্দুটুকু;
          নিতে পার নির্দ্বিধায়
          আমি করব না কার্পণ্য দিতে সবটুকু।

যদি চাও আমার একমাত্র প্রাণ
আমি হত বিহব্বল হব না,
           রক্তে রঞ্জিত কন্টকাকীর্ণ ক্রুশবিদ্ধ
           যীশুর শ্রীমুখ ভেবে হব উৎসাহিত।







আমি মানুষ, আর মানুষ হিসাবে প্রাত্যহিক জীবনে চলার পথে করি নানা ভুল। সেই ভুল গুলোর মধ্যে সর্বদা বেঁচে থাকতে চাই না। তাই নিজেকে শুধরে নিতে চাই..