ঈদের খুশি আগের মতো
নেইতো ঘরে ঘরে,
এবার না হয় করব ঈদ
অন্য রকম করে।
করবোনা কেউ কোলাকুলি
দিব ফ্লায়িং কিস,
দূরে থেকেও বাসবো ভালো
আগেরটা না হয় মিস।
মজার মজার খাবার খাব
আসবেনা বন্ধু স্বজন,
হাসি তামাশা হৈ হুল্লোড়
করবেনা ভুঁড়ি ভোজন।
ঈদের খুশি নেইতো ঘরে
সবার মনে ব্যথা,
এমন দিনেও লকডাউন
শুনছে কে কার কথা?
ভিনদেশী করোনা ভাইরাস
ছড়িয়ে দিল ভয়,
প্রতিদিন মরছে মানুষ
হচ্ছে জীবন ক্ষয়।
সবার মনে একই আশা
আসবে কি সেই সুখ?
আমোদ প্রমোদ করবে সবাই
কাটবে দূর্ভোগ?
হে বিধাতা তোমার কাছে
রাখি মোনাজাত,
বিশ্বটাকে ভরাও সুখে
করোনা যাক নিপাত।
আসরের সকল প্রিয় কবিদেরকে জানাই ঈদ মোবারক।