আমি নারী তাই
সদাই হয়েছি অবলা ।
কখনো পারিনি হতে
পুরুষের মত বলিষ্ঠ
হয়েছি আনারী।
আমি নারী তাই
সব মাথা পেতে নিই,
গুমড়ে গুমড়ে মরি
পারিনা ভাঙতে অন্যায়ের
শক্ত মজবুত বেড়ী।
আমি নারী তাই
সবার জন্য প্রত্যহ
আহারের টেবিল সাজাই
বাহারি খাবারে। উদরপূর্তি
হয় সবার, আমার
বেলায় অনাহারী।
আমি নারী তাই
নীরবে-নিভৃতে চোখের
জল মুছে ফেলি, লোহার
শিকলে বাঁধা হাত অন্ধকার
ঘরে করি পায়চারি।
আমি নারী তাই
বার বার হই ধর্ষিতা,
কলঙ্ক মাথায় নিয়ে
জুতার মালা গলায় পড়ি।
আর ধর্ষক করে বাহাদুরি।
আমি নারী তাই
কখনো শিল্পীর হাতে আঁকা চিত্র,
কখনো কবির কাব্য।
জানি তুমি আমার দেহে
খুঁজে পাও ছন্দ, রং ও সাচ্ছন্দ।
তাইতো লিখ কবিতা, আঁকো ছবি
বানাও ডানা কাটা পরী ।