আমি যুবক তাই সৎ সাহস রাখি মনে,
আমি যুবক তাই ভুলে যাই না ক্ষণে ক্ষণে।
আমি যুবক তাই বুকের রক্ত সদায় করে টলমল,
আমি যুবক তাই পদতলে পিষ্টে সমান করি অসমতল।
আমি যুবক তাই সত্যকে করি লালন বুকে ও মুখে,
আমি যুবক তাই মিথ্যাকে করি ঘৃণা বাঁচতে চাই চির সুখে।
আমি যুবক তাই অকুণ্ঠ ভয় দূরে ঠেলে দিয়ে সৎ সাহসে মাতি,
আমি যুবক তাই সত্য সাধনায় সৌন্দর্যকে করি সাথি।
আমি যুবক তাই ব্রত নিয়েছি সততা ও ন্যায় নিষ্ঠায়..
আমি যুবক তাই দিয়ে যাব দুহাতে অযুতে অযুতে নির্ভেজাল প্রতিষ্ঠায়।
আমি যুবক তাই সৌন্দর্য রচি প্রতি প্রভাতে,
আমি যুবক তাই চলি মহতে সৃষ্টিকর্তার পরম আভাতে।
আমি যুবক তাই সর্ব শক্তি দিয়ে অন্যায়কে করি বর্জন,
আমি যুবক তাই ধূলি থেকেও করি সমূলে জ্ঞান অর্জন।
আমি যুবক তাই আঁধারে জ্বালাই সুউজ্জ্বল আলো,
আমি যুবক তাই সাধনা করি সততা ও ভালো।
আমি যুবক তাই প্রবল প্রতাপে ছিনিয়ে আনি নিজ মান,
আমি যুবক তাই উদার হস্তে নিঃস্বকে করি স্বর্বস্ব দান।
আমি যুবক তাই যুবকের বুকে জাগাই নিরন্তর আশা,
আমি যুবক তাই হতাশাকে দুমড়ে মোচড়ে লড়াই করি প্রত্যাশার।
আমি যুবক তাই আমি প্রতিষ্ঠা করি মনে বোধ ও মানবতা
আমি যুবক তাই স্বার্থক জীবন কামনা করি মানবে না কেউ পরাধীনতা।





আমি যুবক তাই আমার রঙিন কল্পনা ও বাস্তব মনের আকাঙ্খা ঢেলে সাজালাম কবিতা
প্রিয় তুমিও যদি হও যুবক ঢেলে দাও তোমার সবটুকু সৌন্দর্য।