আমি তো চাই
গল্পে গল্প নয়
নয় সেতো ছলনায়,
হও নিজ মহিমায় মহিমান্বিত।
হও উদার আকাশের মতো যতো নীল ঢেলে
নয়তো গভীরতায় নীল সাগর তরঙ্গ ঢেউ তুলে।
তোমার মত তুমি হও বিকশিত
একই পতাকা তলে করে সমপর্ণ নিত্য চিত্ত।
আমি চাই সুবাস ছড়াও দিকে দিকে
সত্য সুন্দর আর সরলতার মাধুর্যে।
তোমার মত তুমি হও আলোকিত
ছড়িয়ে প্রভাত রশ্মি ঐ গ্রহটারে করে পরাজিত।
আমি চাই হও তুমি সদালাপী, ছড়াও মধুরতা কথনে।
বিদ্বেষ নয়, নয় পঙ্কিলতা..
না যেন জুটুক কলঙ্ক ছাপ ঐ চন্দ্র কপাল কপাটে।
শোভিত হোক ললাট; স্বর্ণ খচিত হিরকোজ্জ্বল মুকুটে।