ভাবছ যারা আমি কেমন
নইতো আমি সবার মতো,
আমি কেবলই ভিন্ন রকম
আমি আমার মতো।
আমি স্বপ্ন দেখি দু চোখ মেলে
দূর পাহাড়ে সবুজ বনে অবুঝ মনে
ঝর্ণা দেখি নয়ন খোলে।
আমি ডানা মেলে উড়ে চলি আকাশ পানে
ঘোর সাগরে নোঙ্গর ফেলি অন্বেষণে
খুঁজে ফিরি কঠিন তরল জীবন মানে।
আমি আমার মতো
পথ ভুলে যাই,মুখটি লুকাই পদ্ম ফুলে
শিশির স্নাত ঘাসের বুকে দাঁড়িয়ে থাকি
পা টা ফেলে।
আমি নরম কচি পাতার সাথে
বন্ধু পাতাই হাতটি মেলাই।
রঙ ধনুর ঐ রংটা কাড়ি সাজাই ঘুড়ি
প্রজাপতির নরম পাখায় আবীর মাখাই।
নইতো আমি সবার মতো,
আমি কেবলই ভিন্ন রকম, আমার মতো।