আমার প্রিয় গ্রামটি ছিল
ঐ সবুজের ভীড়ে,
স্বপ্ন যেথায় লালন করেছি
ঐ মাটিকে ঘিরে।
সবুজ মাখা গ্রামটি আমার
ছিল পাখির মেলা,
সবাই থাকত মিলেমিশে
করত না কেউ হেলা।
পুকুর ভরা মাছ ছিল
গোলা ভরা ধান,
কৃষাণীর চোখ ভাবনা মুক্ত
কৃষকের মুখে গান।
গ্রামকে ঘিরে নদী ছিল
বাইত মাঝি নাও,
উদাস দুপুর সন্ধ্যা বেলায়
ভাটিয়ালী গান গাও।
বন্ধু বান্ধব সবাই মিলে
যেতাম পৌষের মেলা,
গোল্লা ছুট কানা মাছি
খেলতাম পুতুল খেলা।
আজো আমি দূরে বসে
আঁকি গ্রামের ছবি,
পূর্বাকাশে রোদ ঝলমল
উঠে কি সােনা রবি?
সবাই আছে সবার মতো
আমি সেথায় নাই,
পড়লে মনে ওদের কথা
নিভৃতে কেঁদে যাই।
বাবার স্মৃতি মায়ের স্মৃতি
স্মরি চোখে জলে,
বাল্যবেলার বন্ধুদের সব
যাই কি করে ভুলে!
বন্ধুরা সব কোথায় আছিস
গেছিস কি আমায় ভুলে?
তোদের কথা মন কোঠরে
রেখেছি যত্নে তুলে।
কবি অজাতশত্রুর লেখা কপিটি সম্পদনা করে রাখলাম
আমার প্রিয় গ্রামটি ছিল
ঐ সবুজের ভীড়ে,
স্বপ্ন যত বুনেছিলাম
সেই মাটিকেই ঘিরে।
সবুজ মাখা গ্রামটি আমার
ছিল পাখির মেলা,
থাকত সবাই মিলেমিশে
করত না কেউ হেলা।
পুকুর ভরা মৎস ছিল
গোলা ভরা ধান,
কৃষাণী ছিল ভাবনামুক্ত,
কৃষকের মুখে গান।
গ্রামকে ঘিরে নদী ছিল
বাইত মাঝি নাও,
উদাস দুপুর সন্ধ্যা বেলায়
ভাটিয়ালী গাও।
বন্ধু বান্ধব সবাই মিলে
যেতাম পৌষের মেলা,
গোল্লাছুট কানা মাছি
খেলতাম পুতুল খেলা।
আজো আমি দূরে বসে
আঁকি গ্রামের ছবি,
পুবাকাশে রোদ ঝলমল
উঠে সােনা রবি।
সবাই আছে সবার মতো
আমি সেথায় নাই,
পড়লে মনে ওদের কথা
নিভৃতে কাঁদি তাই।
বাবার স্মৃতি মায়ের স্মৃতি
স্মরি চোখের জলে,
বাল্যবেলার বন্ধুরা সব-
ভুলি কেমনে করে?
বন্ধুরা সব কোথায় আছিস
গেছিস নাকি ভুলে?
তোদের কথা মন-কোটরে
যত্নে রাখি তুলে।