বাবা আমার প্রথম সকাল
মিষ্টি ভালোবাসা,
বাবার কাছেই শিখেছিলাম
বেঁচে থাকার আশা।
জীবন যুদ্ধে পদে পদে
কত্তো রকম ভয়,
বাবা আমায় বলেছিলেন
চলার পথে করোনা সংশয়।
বাবা আমার মধ্য দুপুর
আদরের মহা খনী
এই জগতে বাবার কাছে
আমি চির ঋণী।
বাবা আমার পরন্ত বিকেল
মমতায় স্নেহমাখা,
বাবার হাতেই প্রথম খড়ি
শিখেছি আঁকাজোখা।
বাবা আমার আদর সোহাগে
ঘুম পারাত কোলে,
কত্তো আদর বাবা দিয়েছেন
যাই কি করে ভুলে?
বাবা দিবসে বলছি বাবা
তোমায় ভালোবাসি,
অযুত অযুত ভালোবাসা
দিলাম তোমায় রাশি।
Happy father's day all dears poet...