বাংলা-কবিতা আসরের সাহিত্যপত্র
উঠছে আলো ঝলমলিয়ে
পূর্বাকাশের কােণে,
দেখরে তোরা দেখরে সবাই
শুদ্ধ খোলা নয়নে।
আলোর মিছিল জ্ঞানের মিছিল
হোক না সবার প্রাণের মিছিল।
এই আলোতে আসবে যারা,
রইবে না কারো মনের অমিল।
ভালোবাসায় একাত্মনে
রইবে পাশে পাশে
সুখে দুখে একই সাথে
থাকবে সহাস্যে।
এই কবিতাটি আলোচনা পাতায় আলোর মিছিল সাহিত্যপত্র সম্বন্ধে হৃদয়ের অনুভূতি শেয়ার করতে গিয়ে লেখা তাই পাতাও পোষ্ট দিলাম।