এফবি মিডিয়া নিউজে নেই কোনো ভালো পোস্ট,
চারিদিকে দেখি ডেভিল নামক ভয়ঙ্কর গোস্ট।

ঘরের বাইরে চারিদিকে  মৃত্যু মৃত্যু খেলা, কেবলই দেখি/শুনি অজস্র ঝামেলা।

কখনো দেখি গণ ধর্ষণ গলা কাটা মুন্ডু বিহীন লাশ, আমি আকাশের দিকে চোখ তুলে কাঁদি ফেলি দীর্ঘশ্বাস।

কখনো বা ছিনতাই রাহাজানি গণধোলাই গণ পিটানী,
কোথায় ছুটছে মানব কেবলই মৃত্যুর হাতছানি?

কেন এত রক্ত কেন এত দাহ কেন এত পাপ?
নেই প্রেম মনে হিংসা বিদ্বেষ রোশানলে জ্বলি তবুও হয়না অনুতাপ?

এভাবেই চলে যদি দেশ মানব জাতি, অন্ধকারের নামবে ঢল নিভবে জীবন বাতি।

এসো হে মানব চলো সংযমী হই নিজেরে করি রিক্ত,
আপনারে ক্ষমা করি নেত্র জলে হই সিক্ত।

প্রভু মোদের দয়াময় ক্ষমা করেন সর্বজন,
চলো আত্মো শুদ্ধ করি দিই অহংকার বিসর্জন।

চলো এক প্রেমে এক মনে সাজাই ধরণী,
উঠবে জ্বলে রবি আলোকিত হবে কাটবে সকল অমানিশা রজনী।