অকোত ভয় থমকে দিয়েছে
আমার চলার পথ'
হাঁটতে গিয়ে পিছিয়ে পরি
তবুও করেছি শপথ ৷
নিঃশ্বেসিত শক্তি মুষ্টি বেধে ধরি;
আরও একটু চলার আকাঙ্খা করি ৷
ঘুর্ণি বাতাস যেমনি করে ঘুরে ঘুরে;
স্তুপের ধূলা উড়িয়ে নিয়ে যায় দূরে;
তেমনি করে দাড়িয়ে আছি আমি ঠাঁই
সাথি করে শুন্যতাকে কূল নাহি পাই ৷
নিঃশ্বাসে নিঃশ্বাসে আতঙ্ক ছড়ায়
কাপে থর থর হৃদপিন্ড,
আমি হাপিয়ে উঠি উত্কন্ঠায় ৷
একি! সেন্ডি নাকি কালবৈশাখী
অতল গহব্বর থেকে উঠে এসে
করে লন্ড ভন্ড ৷
আমি বিষ্ময়ি ভয়ে
তাকাই পশ্চিমাকাশে,
এই বুঝি উদিত সুর্য অস্তমিত হল
কালো মেঘের আবেশে।